মুন্সিগঞ্জের সিরাজদীখানে একটি বাড়িতে মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করেছে। ডাকাতি শেষে পালানোর সময় স্থানীয় জনতার হাতে একজন ডাকাত ধরা পড়ে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামের প্রেমানন্দ মণ্ডলের বাড়িতে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত জানালার গ্রিল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে। সবাই ঘুমিয়ে থাকার সুযোগে তারা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নেয়।
পরবর্তীতে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ইমরান বেপারী (২৪) নামের এক ডাকাতকে ধরে ফেলেন। তিনি বরগুনা সদর উপজেলার জাকিরচর গ্রামের হাশেম বেপারীর ছেলে। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম। তিনি জানান, “এলাকাবাসীর সহায়তায় একজন ডাকাতকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদারের দাবি জানান স্থানীয়রা।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত