1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপ চালু করেছে নতুন ফিচার ‘মেটা এআই রাইটিং হেল্প’

প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বানান ভুল বা অগোছালো লেখার ঝামেলা দূর করতে হোয়াটসঅ্যাপ চালু করেছে নতুন ফিচার ‘মেটা এআই রাইটিং হেল্প’। এটি ব্যবহারকারীদের মেসেজ লেখায় সহায়তা করবে এবং বার্তাকে আরও নিখুঁত ও অর্থবহ করে তুলবে।

চ্যাটে বার্তা টাইপ করতে শুরু করলে টেক্সট বক্সে একটি ছোট পেন্সিল আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই মেটা এআই তিন থেকে চার ধরনের পরামর্শ দেবে। ব্যবহারকারীরা চাইলে প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ অথবা শুধুমাত্র প্রুফরিড (বানান ও ব্যাকরণ সংশোধন) সংস্করণ বেছে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার শুধুমাত্র পরামর্শ দেবে—ব্যবহারকারীর মূল বার্তা সংরক্ষণ করবে না। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা পুরোপুরি সুরক্ষিত থাকবে।

কারা উপকৃত হবেন?

শিক্ষার্থী, অফিসকর্মী ও বিভিন্ন পেশাজীবী এই ফিচার থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন। যেমন—শিক্ষককে ইমেইল লেখা, ক্লায়েন্টকে প্রফেশনাল বার্তা পাঠানো বা বন্ধুকে ফানি মেসেজ পাঠানো—সবক্ষেত্রেই এটি সময় বাঁচাবে এবং বার্তাগুলোকে আরও উন্নত করবে।

ব্যবহারবিধি

১. প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করুন।
২. যেকোনো চ্যাট খুলে বার্তা টাইপ করা শুরু করুন।
৩. টাইপ করার সময় টেক্সট বক্সে পেন্সিল আইকন দেখতে পাবেন।
৪. সেখানে ট্যাপ করলে পাওয়া যাবে পরামর্শ—প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ অথবা প্রুফরিড।
৫. পছন্দমতো একটি বেছে নিয়ে মেসেজ পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপের এই নতুন এআই ফিচার শুধু মেসেজ লেখার ঝামেলাই কমাবে না, বরং ভবিষ্যতে ব্যবহারকারীদের লেখার ধরনকেও নতুনভাবে রূপ দিতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!