
ঢাকার ফার্মগেটে মেট্রোরেল লাইনের ৪৩৩ নম্বর পিলার থেকে রাবারের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় মেরামতের কাজ চলছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম তত্ত্বাবধানে কাজটি চলছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা গেছে, মেরামতের কাজ এখনও অব্যাহত। টেকনিক্যাল টিম জানিয়েছে, দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। জাপানি কারিগরি দলের একজন সদস্য নিশ্চিত করেছেন, দুর্ঘটনার কারণে অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের কাছে আবুল কালাম নামের এক পথচারী পিলার থেকে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। দুর্ঘটনার পর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply