
রাজধানীতে মেট্রোরেল চলাচল এখন স্বাভাবিক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক ট্রেন চলতে দেখা গেছে।
এর আগে বুধবার রাত সোয়া নয়টার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল, সেই স্থানে সামান্য কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে চলাচল বন্ধ রাখা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। পরে রাতেই ডিএমটিসিএল কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম সম্পন্ন করে।
উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামের এক পথচারী নিহত হন। পরদিন সোমবার বেলা ১১টার দিকে বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর পুরো পথে মেট্রোরেল চলাচল চালু করা হয়। তবে দুর্ঘটনাস্থলে গত তিন দিন ধরে ট্রেন ধীরগতিতে চলছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply