
প্রায় ২৩ ঘন্টা বন্ধ থাকার পর আবারও উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল পুরো দমে শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত মেট্রোরেল সেবা স্বাভাবিক হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, এই সেবা পুনরায় চালু করা হয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এর আগে, গত রোববার দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল পুনরায় শুরু হয় এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ রুটেও সেবা চালু হয়। তবে মেরামতের কারণে সোমবার সকাল পর্যন্ত শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply