রাজধানীতে মেট্রোরেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবারও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফার্মগেটের দুর্ঘটনাস্থলে বিয়ারিং প্যাড স্থাপনের জায়গায় কিছুটা কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার পর থেকে চলাচল বন্ধ করা হয়।
তবে উত্তরা থেকে আগারগাঁও এবং মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম।
ডিএমটিসিএল সূত্র জানায়, আজ রাতে ফার্মগেটে ট্রেন চলার সময় চালক হালকা কম্পন অনুভব করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপরই সতর্কতামূলকভাবে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ করা হয়।
এর আগে রোববার (২৭ অক্টোবর) ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হন। পরদিন মেরামত শেষে পুরো পথে মেট্রোরেল চালু করা হলেও দুর্ঘটনাস্থলে ট্রেন ধীরগতিতে চলছিল।