বিশ্বসংগীতের ইতিহাসে ‘পপ সম্রাট’ হিসেবে খ্যাত মাইকেল জ্যাকসনের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ আগামী বছর মুক্তি পাচ্ছে। ২০২৬ সালের ২৪ এপ্রিল বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি একযোগে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন নির্মাতারা।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন বিখ্যাত নির্মাতা অ্যান্টইন ফুকুয়া, যিনি এর আগে প্রশংসিত চলচ্চিত্র ‘ট্রেনিং ডে’ উপহার দিয়েছিলেন। চিত্রনাট্য লিখেছেন জন লোগান। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তার ভাইপো জাফর জ্যাকসন। কঠিন এই চরিত্রে জাফরের প্রতি নির্মাতাদের রয়েছে দৃঢ় আস্থা ও প্রত্যাশা।
‘মাইকেল’ ছবির প্রযোজক অস্কারজয়ী গ্রাহাম কিং, যিনি ‘বোহেমিয়ান র্যাপসোডি’র মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছিলেন।
চলচ্চিত্রটির কাহিনিতে উঠে আসবে মাইকেল জ্যাকসনের সংগীতজীবনের উত্থান-পতন, ব্যক্তিগত জীবনের দ্বিধা-দ্বন্দ্ব এবং পপ সংগীতজগতে তাঁর বৈশ্বিক প্রভাবের অনন্য ইতিহাস।
প্রথমে এটি ২০২৫ সালের অক্টোবর মাসে মুক্তির কথা থাকলেও, সম্পাদনা ও কারিগরি উন্নয়ন কাজের জন্য মুক্তির তারিখ পিছিয়ে ২০২৬ সালের এপ্রিল নির্ধারণ করা হয়েছে। নির্মাতাদের মতে, এই অপেক্ষা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
প্রাথমিকভাবে দুই পর্বে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত একক পূর্ণাঙ্গ একটি বায়োপিক হিসেবেই মুক্তি পাচ্ছে ‘মাইকেল’। ভক্তদের কাছে এটি হতে যাচ্ছে এক আবেগঘন উপহার।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত