বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর এক সদস্য আহত হয়েছেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।
আহত বিজিবি সদস্যের নাম ল্যান্স নায়েক আক্তার হোসেন। তিনি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনে মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি উড়ে গেছে এবং অন্য পায়েও গুরুতর জখম হয়েছে। বর্তমানে তাকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের চলমান সংঘাতের মধ্যে আরাকান আর্মির পেতে রাখা মাইনের কারণে সীমান্তে এ ধরনের ঘটনা ঘটছে। এর আগেও একই সীমান্তে একাধিক বাংলাদেশি হতাহত হয়েছেন।
এর আগে, গত ৬ এপ্রিল কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে যায়। ২২ জুন নাইক্ষ্যংছড়ি সীমান্তে একই ধরনের বিস্ফোরণে এক কিশোর গুরুতর আহত হয়।
এছাড়া ১১ আগস্ট নাইক্ষ্যংছড়িতেই স্থলমাইন বিস্ফোরণে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছিল; বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় আজ সব আসামিকে খালাস দিয়েছে আদালত।