যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে জিহাদ হোসেন (১০)। সে ওই গ্রামের উজির আলীর ছেলে।
শনিবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে ভৈরব নদীতে বন্ধুদের সঙ্গে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে গোসল করছিল জিহাদ। কিছুক্ষণ পর সে ভেসে না ওঠায় সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু বহু খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, যা রিপোর্ট লেখা পর্যন্ত চলমান রয়েছে। ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হয়েছেন।
সন্তান নিখোঁজ হওয়ার খবরে পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয়দের পাশাপাশি স্বজনরাও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন।