রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এই তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। এছাড়া র্যাব আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।
এর আগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে রাস্তার ওপর সোহাগকে একদল লোক পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে।
নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
ডিসি তালেবুর রহমান জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ হিসেবে ব্যবসায়িক দ্বন্দ্ব ও শত্রুতার বিষয়টি উঠে এসেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে এবং পলাতকদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।