1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার, মোট আটক ৫

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে মামলাটিতে মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।

শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজী (৩২) কে গ্রেফতার করা হয়।

এর আগে, ৯ জুলাই বুধবার বিকেলে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। সোহাগকে কুপিয়ে, পিটিয়ে এবং মাথায় পাথর মেরে হত্যা করা হয়। ঘটনার সময় রাস্তার মাঝখানে ফেলে তার মৃতদেহের ওপর অভিযুক্তরা নাচ-উল্লাস করে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথমে মিটফোর্ড হাসপাতালের গেটের ভেতর সোহাগকে মারধর করা হয়। পরে তাকে টেনে-হিঁচড়ে বাইরে এনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়।

নিহত সোহাগের পরিবার জানায়, তিনি কেরানীগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন। যদিও তার রাজনৈতিক পরিচয় ছিল, তবে সম্প্রতি তিনি পুরান ঢাকায় ভাঙারির ব্যবসা করতেন। স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট