1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

মিটফোর্ডে সোহাগ হত্যা: জড়িতদের আইনের আওতায় আনা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে।”

বিচার প্রক্রিয়ার ধীরগতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়ী নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই প্রবণতা রোধে সমাজের নীতিনির্ধারক, শিক্ষক, চিকিৎসকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে, তারা যথাযথ ব্যবস্থা নেবে।”

আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগের জবাবে উপদেষ্টা বলেন, “যদি তারা কঠোর না হতো, তাহলে পাঁচজনকে কীভাবে গ্রেফতার করা হলো? এমনকি কাঠমান্ডু ফ্লাইটে বোমা ভুয়া তথ্য দেওয়ার ঘটনায় জড়িত নারী ও তার সহযোগীকেও আইনের আওতায় আনা হয়েছে। মাঝে মাঝে কোথাও দেরি হলেও, আমরা দ্রুতই অ্যাকশনে যাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট