1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী হত্যা: প্রধান আসামি মহিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। ওইদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে মহিনকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি জানান।

পরে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত মহিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, মামলাটিতে এর আগে ১০ জুলাই প্রথম দফায় পাঁচ দিনের এবং ১৫ জুলাই দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল মহিনকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!