1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

‘অপারেশন সিঁদুর’ স্থগিত, শেষ হয়নি: মোদীর জাতির উদ্দেশে ভাষণ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন যে, ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি, বরং ইসলামাবাদের অনুরোধে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পাকিস্তানের অনুরোধে সাময়িক স্থগিত

মোদী বলেন, ‘‘ভারতীয় সেনার হাতে প্রচণ্ড মার খেয়ে গোটা বিশ্বে আবেদন জানিয়েছে পাকিস্তান। ১০ মে পাক সেনার ডিজিএমও ভারতীয় ডিজিএমও-কে ফোন করে জানায়, ‘আর সন্ত্রাসবাদী তৎপরতা এবং সেনা তৎপরতা দেখা যাবে না।’ এরপর ভারত বিষয়টি (সংঘর্ষবিরতি) বিবেচনা করেছে।’’

পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিশোধ

২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ৬ মে রাতে ভারতীয় সেনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এর পর এই প্রথমবার প্রকাশ্যে বক্তৃতা করলেন মোদী। তিনি বলেন, ‘‘এই যুগ যুদ্ধের নয়। কিন্তু এই যুগ সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে হতে পারে না। সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না।’’

সন্ত্রাসের ঘাঁটি চুরমার

মোদী আরও বলেন, ‘‘প্রত্যেকটি যুদ্ধের ময়দানে আমরা পাকিস্তানকে পর্যুদস্ত করেছি। ‘অপারেশন সিঁদুর’-এও আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি।’’ পাক পাঞ্জাবের মুরিদকেতে লশকর-এ-ত্যায়বার সদর দফতর মার্কাজ ত্যায়বা এবং বহওয়ালপুরে মার্কাজ শুভান আল্লায় জইশ-এ-মহম্মদের প্রধান ঘাঁটিকে ‘সন্ত্রাসের বিশ্ববিদ্যালয়’ বলে অভিহিত করেন মোদী। তিনি বলেন, ‘‘৯/১১, ব্রিটেনের মেট্রো বিস্ফোরণ (৭/৭) থেকে ২৬/১১ পর্যন্ত সব বড় সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ওই জায়গাগুলির যোগ রয়েছে। আমরা সন্ত্রাসের সেই সদর দফতর চুরমার করে দিয়েছি।’’

সিন্ধু চুক্তির ইঙ্গিত

মোদী তার ভাষণে কৌশলে সিন্ধু চুক্তির প্রসঙ্গও টানেন। ‘‘রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না,’’ এ কথা বলে তিনি ভারতের অবস্থান পরিষ্কার করেছেন বলে মনে করছেন অনেকে।

পাকিস্তানের হতাশা

মোদীর দাবি, ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান ঘাবড়ে গিয়েছে। তিনি বলেন, ‘‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে শামিল না হয়ে তারা ভারতের ওপর হামলা চালিয়েছে। আমাদের স্কুল-কলেজ, মন্দির-গুরুদ্বার, সাধারণ নাগরিকের বাড়িঘরকে নিশানা করেছে। সেখানেও তারা ব্যর্থ হয়েছে। পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ভারতের কাছে ধুলিসাৎ হয়েছে। আকাশেই নষ্ট করে দেওয়া হয়েছে। তিন দিনে যা হয়েছে, তারা কল্পনাও করতে পারেনি। তাই বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে।’’

মোদীর ভাষণ থেকে স্পষ্ট, ভারত আরও কঠোর অবস্থান নিতে প্রস্তুত এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনো ছাড় দেবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট