1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা—বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা পাঠিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

রোববার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি। তিনি লেখেন,
“বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যেকোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

মোদির এই বার্তার পর বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে জানায়,
“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। এই সদিচ্ছা ও সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি বিএনপি গভীরভাবে কৃতজ্ঞ।”

চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা
৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকায় তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং জীবনরক্ষাকারী ব্যবস্থা (ভেন্টিলেশনসহ) প্রদান করা হয়। বিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।

বিএনপি নেতারা জানিয়েছেন, তার শারীরিক অবস্থায় কোনো উন্নতি নেই। দলের ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন,
“উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকেরা প্রায় সব ধরনের চিকিৎসা প্রয়োগ করেছেন। এখন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নেই।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, চিকিৎসকেরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন; কিন্তু খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত গুরুতর।

দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চক্ষুসংক্রান্ত নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে থাকার পর চলতি বছরের ৬ মে তিনি দেশে ফেরেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!