1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

মোংলায় জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিএনপির শোক র‌্যালি ও দোয়া মাহফিল

পলাশ, বাগেরহাট প্রতিনধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

২০২৪ সালের জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে মোংলায় শোক র‌্যালি ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর শাখা।

শুক্রবার সকালে শহরের প্রধান সড়কে র‌্যালি বের করেন পৌর বিএনপির নেতাকর্মীরা। র‌্যালিটি পৌরসভা চত্বরে এসে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, “জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের আত্মত্যাগ জাতির হৃদয়ে অম্লান থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক সংকটে শহিদদের আদর্শই আমাদের প্রেরণা ও পথপ্রদর্শক।”

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব মো. মাহাবুবুর রহমান মানিক, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. ইমরান হোসেনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট