বাংলাদেশের উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ১৯ জুলাই পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত বেশি হতে পারে। ২০-২১ জুলাই উত্তরবঙ্গ এবং ২৪ জুলাইয়ের দিকে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত