1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

এক নামে ১০টির বেশি সিম বন্ধ হবে ১৫ আগস্ট থেকে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

এক ব্যক্তি এক নামে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবে—এমন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বর্তমানে যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের অতিরিক্ত সিম ধাপে ধাপে নিষ্ক্রিয় করা হবে। এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১৫ আগস্ট থেকে।

বিটিআরসি জানায়, অতিরিক্ত সিমের অপব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত সিম ব্যবহার করে প্রতারণা, চাঁদাবাজি, হুমকি, ব্ল্যাকমেইল, অপহরণসহ বিভিন্ন অপরাধ সংগঠিত হয়ে আসছিল। এসব অপরাধ ঠেকাতে সিম সীমিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ৩০ জুন বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল ফোন অপারেটরসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ বিষয়ে চিঠি দেওয়া হবে।

বিটিআরসির তথ্যমতে, নতুন নিয়ম কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে। তবে, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে অপারেটররা জানতে চাইবে, কোন ১০টি সিম সক্রিয় রাখতে চান।

সিম বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যেসব নম্বর বেশি ব্যবহার করা হয় বা যেগুলো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (যেমন বিকাশ, নগদ, রকেট) সংযুক্ত। ফলে অনেক গ্রাহককে নিজেদের অতিরিক্ত সিম বন্ধ করতে বাধ্য হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট