খালুর মোটরসাইকেল চুরি করে যশোরে এনে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। রোববার বেলা ১২টার দিকে যশোরের পালবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা তাকে আটক করে প্রাথমিকভাবে উত্তম-মধ্যম দিয়ে পরে তার মামাকে খবর দেন।
স্থানীয়রা জানান, নড়াইলের চন্ডিবরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রকিব একটি হোন্ডা মোটরসাইকেল নিয়ে পালবাড়ি মোড়ে এসে বিক্রির প্রস্তাব দেন। এসময় তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দিলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা মোটরসাইকেলটি রেখে কাগজপত্র আনতে বলেন।
রকিব দুপুরে কাগজপত্র আনতে যাবে বলে চলে যান এবং সন্ধ্যায় ফিরে আসেন। কিন্তু তখনও তিনি কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, মোটরসাইকেলটি তার দুসম্পর্কের খালু তবিবর রহমানের। সার্ভিসিংয়ের জন্য একটি গ্যারেজে রাখা ওই মোটরসাইকেল তিনি চুরি করে এনে বিক্রির চেষ্টা করছিলেন।