1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু হচ্ছে। ফলে এখন থেকে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা প্রয়োজনে সহজেই দেশে আসা-যাওয়া করতে পারবেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দেশটির সরকার তাদের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এ সিদ্ধান্ত নিয়েছে।

দূতাবাস জানায়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি বিজ্ঞপ্তিও পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ফলে শ্রমিকরা প্রয়োজনে দেশে এসে আবার সহজেই কর্মস্থলে ফিরে যেতে পারবেন। এতে একদিকে তাদের কাজের ধারাবাহিকতা বজায় থাকবে, অন্যদিকে পারিবারিক প্রয়োজনে দেশে যাতায়াত করাও সহজ হবে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের প্রতি এই বিষয়ে আহ্বান জানানো হচ্ছিল। অবশেষে কূটনৈতিক প্রচেষ্টার সফলতায় তা বাস্তবায়িত হলো।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলও একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে একই তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট