চুয়াডাঙ্গার জীবননগরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাত ৮টায় উপজেলা জামায়াত অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর নির্বাচন পরিচালক ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর যুব সভাপতি আরিফুল ইসলাম জোয়ারদ্দার এবং জামায়াত নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালা পরিচালনা করেন পৌর সহকারী সেক্রেটারি আহাম্মদ আলী।
বক্তারা আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।