1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম সাম্য (২৫), তিনি শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সহপাঠী রাফির বর্ণনা অনুযায়ী, সাম্য মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অন্য মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এই ধাক্কা থেকে শুরু হয় কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি।

এই বিবাদের একপর্যায়ে অজ্ঞাত সাত-আটজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র নিয়ে সাম্যকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে, রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!