1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

বিশ্বজুড়ে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। ২০১০ সাল থেকে ২০২০ সালের মধ্যে নতুন করে প্রায় ৩৫ কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি প্রকাশিত ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। মুসলিম জনসংখ্যা বর্তমানে প্রায় ২০০ কোটিতে পৌঁছেছে, যা গত এক দশকে অন্যান্য ধর্মের তুলনায় সর্বোচ্চ প্রবৃদ্ধি। ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে ব্যবধানও দিনদিন কমে আসছে। ২০১০ সালের পর থেকে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে।

পিউ রিসার্চের গবেষণা বলছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে ধর্মান্তরের ভূমিকা তুলনামূলকভাবে কম। এই প্রবৃদ্ধি মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফল, কারণ মুসলিমদের সন্তানের সংখ্যা তুলনামূলক বেশি এবং এ জনগোষ্ঠী অপেক্ষাকৃত কম বয়সী। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ইসলামই একমাত্র ধর্ম যেখানে ধর্মান্তরিত হয়ে আসা মানুষের সংখ্যা ধর্মত্যাগীদের চেয়ে বেশি।

এছাড়া, বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দু ধর্ম, যার অনুসারীর সংখ্যা বর্তমানে ১২০ কোটি। ২০১০ সাল থেকে এই ধর্মে ১২ কোটি ৬০ লাখ নতুন অনুসারী যুক্ত হয়েছেন। ইহুদি ধর্মের অনুসারীও বেড়েছে প্রায় ১০ লাখ, যা বিশ্ব জনসংখ্যার ০ দশমিক ২ শতাংশ। শিখ, বাহাইসহ অন্যান্য ছোট ধর্মের অনুসারীর সংখ্যা বর্তমানে প্রায় ২০ কোটিতে পৌঁছেছে।

অন্যদিকে, বৌদ্ধধর্মের অনুসারীর সংখ্যা কমে এসেছে। ২০১০ সালের তুলনায় ২০২০ সালে এ ধর্মের অনুসারী কমেছে ১ কোটি ৮৬ লাখ। তবে ধর্মহীন মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বে বর্তমানে প্রায় ২০০ কোটি মানুষ কোনো ধর্মের অনুসারী নন, যা ২০১০ সালের তুলনায় ২৭ কোটি বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ধর্মহীন মানুষ বসবাস করেন চীনে, যেখানে এই সংখ্যাটি প্রায় ১৩০ কোটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!