আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমানের কাছ থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ।
ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মনজুরুল হক হাসান সশরীরে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
এদিন প্রশাসনিক কার্যালয় প্রাঙ্গণে এক ভিন্নধর্মী রাজনৈতিক শিষ্টাচারের চিত্র দেখা যায়। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একই সময়ে উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অবস্থান করেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে দুই দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। ফরম সংগ্রহ শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গনে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সাধারণ ভোটারদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।