ঈদ উপলক্ষে সিনেমা ও সিরিজের পাশাপাশি জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বেশ কিছু গান প্রকাশ পেয়েছে। তবে এবারের ঈদে এক নতুন চমক নিয়ে হাজির হয়েছেন তিনি—প্রথমবারের মতো গেয়েছেন ঈদের বিশেষ গান!
‘ঈদ এলো রে’ শিরোনামের এই গানে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন। গানটির কথা লিখেছেন কাজী বেননূর, সুর-সংগীতায়োজনে ছিলেন এহসান রাহী, আর সঙ্গীতায়োজন করেছেন আয়াত রহমান সজিব। চন্দন রায় চৌধুরীর পরিচালনায় গানটির ভিডিও এরই মধ্যে দর্শক-শ্রোতাদের মন জয় করছে।
ন্যান্সি সাধারণত গানের ভিডিওতে অভিনয় করেন না, তবে এই গানে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। ঈদের রঙ ছড়িয়ে দেওয়া এই গানটি ন্যান্সির নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং অল্প সময়েই শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে। সহশিল্পীরা গানটি শেয়ার করে প্রশংসা জানাচ্ছেন।
গানটি নিয়ে ন্যান্সি বলেন, “আগে কখনো ঈদের গান করা হয়নি। এবার প্রথমবারের মতো ঈদের বিশেষ গান করলাম, যা দর্শক-শ্রোতাদের ভালো লাগছে। প্রকাশের পর থেকেই অডিও-ভিডিওর জন্য দারুণ সাড়া পাচ্ছি।”
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ন্যান্সি-মিলনের এই নতুন গান নিঃসন্দেহে দর্শক-শ্রোতাদের জন্য এক বিশেষ উপহার।