ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বুধবার সন্ধ্যায় কিংবা কাল বৃহস্পতিবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, তফসিল ঘোষণার ভাষণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে আজ দুপুরে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা প্রয়োজনে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।
ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে এবং সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রচার করা হবে। জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন ধার্য করা হতে পারে।
এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি এ এম নাসির উদ্দিন। সাক্ষাতে তিনি নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়ে অনুরোধ জানান। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি, এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি।
অন্যদিকে, পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। ফলে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ৫৯টি দল নিবন্ধন পেলেও এর মধ্যে কয়েকটি দলের নিবন্ধন বাতিল হয়েছে, আর আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত আছে। যেসব দলের নিবন্ধন বাতিল হয়েছে, তাদের প্রতীক ইসির নিয়ন্ত্রণে থাকায় পোস্টাল ব্যালটে রাখতে বাধা নেই।
এবারের নির্বাচনের জন্য ১১৮টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে। পোস্টাল ব্যালটে শুধুমাত্র প্রতীক থাকবে, প্রার্থীর নাম থাকবে না। ভোটাররা অ্যাপ বা ওয়েবসাইটে সংশ্লিষ্ট আসনের প্রার্থী দেখে প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।