1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনঃ প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবো, যাতে আগামী রমজানের আগেই—২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে—জাতীয় নির্বাচন আয়োজন করা হয়।”

ভাষণে তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রতিটি নাগরিক একটি ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে সুষ্ঠু ও সফল নির্বাচনের মধ্য দিয়ে এগিয়ে যাবে। “নির্বাচন যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং তা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে—সেজন্য আমরা সকল প্রকার সহায়তা প্রদান করবো,” বলেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল (৬ আগস্ট) থেকেই মানসিক প্রস্তুতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবে সরকার।

তিনি বলেন, “আমরা এবার প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। রেমিট্যান্স যোদ্ধাদের অবদান বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের ভোটাধিকার কার্যকরের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে।”

নারী ভোটারদের অংশগ্রহণ নিয়েও গুরুত্বারোপ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “নারীরা যেন নির্দ্বিধায় ও উৎসাহের সঙ্গে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই, এবারের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!