1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

যশোরে ২২ জুলাই শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

আগামী ২২ জুলাই থেকে যশোরে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। চলবে ২৮ জুলাই পর্যন্ত। সপ্তাহজুড়ে থাকছে র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, মতবিনিময়, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ক্যাম্পেইন, কর্মশালা ও প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি।

মঙ্গলবার যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান।

সূচিপত্র অনুযায়ী, ২২ জুলাই সকালে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান এবং পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হবে। ২৩ জুলাই মতবিনিময় সভা, ২৪ জুলাই প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৫ জুলাই পুকুরের পানি পরীক্ষা ও সচেতনতামূলক ক্যাম্পেইন, ২৬ জুলাই তরুণদের নিয়ে কর্মশালা, ২৭ জুলাই কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং ২৮ জুলাই মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, বিএফআরআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তা নাসিমা বেগম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলাম মজু ও হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলজার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট