1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

এনবিআর ভেঙে দুই ভাগের অধ্যাদেশ বাতিলের দাবিতে তিন দিনের কলম বিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আজ (১৩ মে) থেকে তিন দিনের কলম বিরতিতে যাচ্ছেন।


মঙ্গলবার (১৩ মে) আগারগাঁওয়ে এনবিআরের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই কলম বিরতির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হলে ১৭ মে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

কলম বিরতির সময়সূচি:

  • ১৪ মে, বুধবার: সকাল ১০টা থেকে দুপুর ১টা

  • ১৫ মে, বৃহস্পতিবার: সকাল ১০টা থেকে বিকেল ৩টা

  • ১৭ মে, শনিবার: সকাল ১০টা থেকে বিকেল ৩টা

তবে কাস্টম হাউস, শুল্ক স্টেশন এবং বাজেট প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকবে। অন্যান্য কার্যক্রম কলম বিরতির আওতায় বন্ধ থাকবে। ১৭ মে বিকেল ৩টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


গতকাল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে চলা অবস্থান কর্মসূচিতে অতিরিক্ত কমিশনার (কাস্টমস ও ভ্যাট) সাধন কুমার কুন্ডু বলেন, “বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গতকাল (সোমবার দিনগত মধ্যরাতে) অধ্যাদেশটি জারি হয়েছে। কিন্তু এই সংস্কার কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়নি এবং স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমাদের মতামতকে উপেক্ষা করার শামিল।”

তিনি আরও বলেন, “আমরা চাই, অধ্যাদেশটি বাতিল করে পরামর্শক কমিটির প্রতিবেদনের আলোকে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে দেশের রাজস্ব ও মানুষের কল্যাণের জন্য নতুন অধ্যাদেশ জারি হোক।”

এই অবস্থান কর্মসূচি ও কলম বিরতির মাধ্যমে তারা অধ্যাদেশের পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট