1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

এনবিআর আন্দোলন সরকারবিরোধী রূপ নিয়েছিল: জ্বালানি উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন শুরুতে নিরপেক্ষ থাকলেও পরবর্তীতে তা সরকারবিরোধী রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, “আমরা দেখেছি একটি নিরীহ আন্দোলন ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে একটি সংগঠিত প্রচেষ্টায় পরিণত হয়েছে। এটি ছিল একটি পরিকল্পিত উদ্যোগ, যার লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতি সাধন। গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, আন্দোলনের নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সরকারবিরোধী কর্মকাণ্ড চালানো হয়েছে।”

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনটি আয়োজন করা হয় ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করতে গঠিত উপদেষ্টা পরিষদের অগ্রগতি জানাতে।

তিনি আরও বলেন, “অনেক ব্যবসায়ী আমাকে প্রশ্ন করেছেন, আপনারা এতদিন আন্দোলন চলতে দিলেন কেন? ১৫ দিন বা তিন সপ্তাহের মধ্যে কেন বন্ধ করলেন না? আমরা চেয়েছি গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে। কঠোর দমননীতির বদলে শান্তিপূর্ণ সমাধানের পথেই আমরা এগিয়েছি।”

ফাওজুল কবির খান জানান, প্রণীত অধ্যাদেশে যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা একটি পরামর্শক কমিটি হিসেবে এসব সমস্যা সমাধানের জন্য পরামর্শ দেব। আমাদের সামনে পথ হলো অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে ত্রুটিগুলো দূর করা।”

এ সময় তিনি এনবিআরের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “এখন কেউ যদি বলে সে এনবিআরে চাকরি করে, তখন সবাই অট্টহাসি দেয়। কেন এই হাসি দেয়, সেটা আমরা সবাই জানি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট