জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে তৃতীয় সাধারণ সভায় এসব অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা হয়। হাসনাত, সারজিস ও তানভীর অভিযোগ অস্বীকার করেন।
দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় সভা প্রায় ৯ ঘণ্টা ধরে চলে।
সভা শেষে জানানো হয়, এসব অভিযোগ খতিয়ে দেখতে সাংগঠনিক শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি ঘোষণা করা হবে রোববার (২০ এপ্রিল)।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত