1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

কক্সবাজারে পিটার হাস ও এনসিপি নেতাদের উপস্থিতি, বৈঠকের গুজব উড়িয়ে দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কেন্দ্রীয় পাঁচ নেতা। একই হোটেলে রয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হলেও, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এনসিপির নেতারা কক্সবাজারে পৌঁছান। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হয়েছে।

তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিউজ টোয়েন্টিফোর–কে জানান, “এটা সম্পূর্ণ গুজব। আমরা শুধু ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করার পরই এমন একটি খবর দেখলাম, যার কোনো ভিত্তি নেই।”

তিনি আরও বলেন, “এরকম কোনো বৈঠক হয়নি, বরং আমরা ব্যক্তিগত সফরে এসেছি। বিষয়টি বিভ্রান্তিকর।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!