জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ ও মাহফুজ আলম—এর সঙ্গে এনসিপির কোনো সংগঠনগত সম্পর্ক নেই।
শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের অংশ হয়েছিলেন। সেই সময়ে আমিও তাদের সঙ্গে ছিলাম। কিন্তু তারা যদি রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হতে চান, তাহলে সেটা সরকারের ভেতরে থেকে করা সম্ভব নয়। তারা যদি ভবিষ্যতে রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে চান, তাহলে তাদেরকে সরকারের বাইরে গিয়ে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত