1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

চট্টগ্রামে এনসিপির সমাবেশ আজ, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রা ও কর্মসূচির অংশ হিসেবে আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। কর্মসূচিকে ঘিরে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

সমাবেশস্থল এবং যে হোটেলে এনসিপি নেতারা অবস্থান করছেন, তা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দল শনিবার বিকেলে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালায় মোটেল সৈকতের বিভিন্ন ফ্লোরে। সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই তল্লাশি চলে। যেসব ফ্লোরে এনসিপি নেতারা অবস্থান করছিলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি-ছাত্রদলের হামলায় মঞ্চ ভাঙচুরের ঘটনার পর চট্টগ্রামের সমাবেশে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনসিপি সূত্র জানায়, রোববার সকালে হোটেল থেকে রওনা হয়ে নেতারা প্রথমে রাঙামাটি যাবেন। এরপর কাপ্তাইয়ে পথসভা শেষে বিপ্লব উদ্যানে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। হোটেলে সুইপিং করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!