জুলাই সনদে বিভিন্ন দল স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনই এতে সই করেনি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট হওয়ার পর তারা স্বাক্ষর করবেন।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নাহিদ ইসলাম। এর আগে তিনি সারজিস আলম, সামান্থা শারমিন ও খালিদ সাইফুল্লাহকে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও মামলার অগ্রগতি জানতে চেয়েছি। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটা পরিষ্কার হলে তবেই আমরা সই করব।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করবেন, প্রেসিডেন্টের মাধ্যমে নয়।”
এনসিপি আহ্বায়ক নির্বাচন কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইসি নিরপেক্ষভাবে কাজ করছে না, পুনর্গঠন প্রয়োজন।” এছাড়া জনপ্রশাসনে বদলি ও উপদেষ্টা পরিষদের ভূমিকা নিয়েও তারা মতামত জানিয়েছেন।