
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর প্রতীক নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, তারা ‘শাপলা কলি’ নয়, কেবল ‘শাপলা’ প্রতীকই চায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির তালিকায় নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা ‘শাপলা কলি’ নয়, ‘শাপলা’ প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিল শাপলা অন্তর্ভুক্ত করা যাবে না। কিন্তু এখন যেহেতু ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে চাইলে শাপলাও যুক্ত করা সম্ভব। আমরা কলি নয়, শাপলা ছাড়া অন্য কোনো বিকল্প বিবেচনা করছি না।”
এর আগে বৃহস্পতিবার দুপুরে ইসি প্রজ্ঞাপন জারি করে প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে বলা হয়, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী এই সংশোধন করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুরু থেকেই ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবি জানিয়ে আসছে। দলটির শীর্ষ নেতারা এর আগে ‘শাপলা’ প্রতীক না দেওয়ায় নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে ‘শাপলা কলি’ প্রতীকে সন্তুষ্ট নয় দলটি—তারা এখনো ‘শাপলা’ প্রতীকেই অনড় অবস্থানে রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply