গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (১৮ জুলাই) রাজধানীতে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করবে।
তাদের দাবিগুলো হলো:
গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া,
ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা,
অন্য জেলাগুলোতে এনসিপির পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করা।
সংবাদ সম্মেলনে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার ও উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত