প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে বাধা দেওয়া হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিকভাবে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১৩ জুলাই) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা প্রতীকের কোনও বিকল্প নেই। এটি পেতে আমাদের আইনগতভাবে কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। যেভাবে কমিশন পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটিও পরিবর্তন প্রয়োজন। নতুন পদ্ধতিতে যারা ভালো কাজ করেছেন, তাদের রেখে কমিশন গঠন করা যেতে পারে।”
বৈঠকে এনসিপির পক্ষ থেকে কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে, প্রতীক তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া হোক।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত