ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এ ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।
জামায়াতে ইসলামী ও সমমনা কয়েকটি দল এ ঘোষণায় সন্তুষ্ট হলেও, বিএনপিসহ বিভিন্ন দল ডিসেম্বরেই নির্বাচন চায়। অনেকেই প্রশ্ন তুলছেন—ড. ইউনূসের সময় নির্ধারণ কতটা যুক্তিসঙ্গত, এমনকি কারও কারও সন্দেহ, এতে কোনো উদ্দেশ্যপ্রণোদিত মনোভাব আছে কি না।
এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, “প্রধান উপদেষ্টা বিবেচনার সঙ্গে তিনটি বিষয় মাথায় রেখে সময় নির্ধারণ করেছেন—সংস্কার, বিচার ও নির্বাচন।”
তিনি জানান, ইতোমধ্যে ১২–১৫টি সংস্কার কমিশন কাজ করছে, ট্রায়ালের জন্য সময় প্রয়োজন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতির বিষয়ও গুরুত্ব পেয়েছে। আবহাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আবহাওয়াবিদদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত হয়েছে। এপ্রিলের প্রথম ১০ দিন নির্বাচনের জন্য অনুকূল।”
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত