1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা ১৯ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং সরকারের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের প্রবেশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে সশস্ত্র সীমা বলের (এসএসবি) একজন কর্মকর্তা জানান, নেপালের বিক্ষোভের প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এসএসবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই সতর্কতা সম্পূর্ণভাবে পূর্বসতর্কতামূলক পদক্ষেপ। তিনি আরও জানান, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অস্থিরতা যাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।

এর আগে সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ভারত-নেপাল সীমান্ত ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ, যা উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। দুই দেশের নাগরিকদের মধ্যে অবাধ চলাচলের এই সুবিধা সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে সীমান্তে নিরাপত্তা জোরদার করা অপরিহার্য হয়ে পড়ে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!