1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশে প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা ‘মিসিং’

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বাংলাদেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় দুই বছর আগে। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে নেপালের সিনেমা।

আগামী ১৮ জুলাই দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পাবে নেপালের জনপ্রিয় সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (সাফটা) চুক্তির আওতায় ছবিটি ঢাকায় আমদানি করছে শো মোশন লিমিটেড। দীপেন্দ্র গাউছানের পরিচালনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের এই নেপালি ভাষার ছবিটি ইতোমধ্যে লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেমের গল্প তুলে ধরে প্রশংসিত হয়েছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি যদি ভুল না করি, তবে এটিই প্রথম কোনো নেপালি চলচ্চিত্র, যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে।’

এর বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছিল স্টার সিনেপ্লেক্স। তবে ‘ন ডরাই’ ঠিক কবে নেপালে মুক্তি পাবে, তা এখনো确定 নয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ সিনেমাটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট