1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

নেতানিয়াহুর সরকার মধ্যপ্রাচ্যের শান্তির সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার একের পর এক উসকানিমূলক পদক্ষেপ ও সামরিক আগ্রাসনের মাধ্যমে গোটা অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে।

এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেন, গাজা, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরায়েলের হামলা সহিংসতা আরও বাড়িয়ে তুলছে। তিনি দাবি করেন, সম্প্রতি তেহরানে চালানো হামলার অন্যতম উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক আলোচনা ভণ্ডুল করা। এর মাধ্যমে নেতানিয়াহুর যুদ্ধপ্রবণ চরিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর উদ্দেশ্য সমস্যার সমাধান নয়, বরং জায়নবাদী উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে গোটা অঞ্চল এবং বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া। এরদোয়ান ইসরায়েলের ওপর প্রভাব রাখে—এমন দেশগুলোকে নেতানিয়াহুর ‘বিষাক্ত বক্তব্য ও প্ররোচনায়’ প্রভাবিত না হওয়ার আহ্বান জানান।

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আর নীরব দর্শক হয়ে থাকার সময় নয়। মুসলিম দেশগুলোকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সম্মিলিত চাপ প্রয়োগের মাধ্যমে এই আগ্রাসনের অবসান ঘটাতে হবে বলেও জোর দেন তুরস্কের প্রেসিডেন্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট