রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রোববার (১১ মে) এক আলোচনা সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাবের ওপর এ আলোচনা হয়।
আসিফ নজরুল বলেন, সংবিধান প্রণয়ন প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ। পার্শ্ববর্তী দেশে এ প্রক্রিয়া ৮-৯ বছর লেগেছে। এসময় বর্তমান সংসদই ৭২-এর সংবিধান সংশোধন করে পরিচালনা করবে। গণপরিষদ গঠনের পর নতুন সংবিধান প্রণয়নে ২-৩ বছর লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাই সনদের গুরুত্বের বিষয়েও তিনি মত প্রকাশ করেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত