যশোরের নূতন খয়েরতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে নূতন খয়েরতলা ভাস্কর্যের মোড় থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জুজ জামান শান্তি।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি তানজিউল হাসান অর্পণ, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এবং সহসাধারণ সম্পাদক ফাহাতুল মাহিন ফুয়াদ।
বক্তারা মাদকের কুফল ও তরুণ সমাজকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।