সামাজিক মাধ্যমে সম্প্রতি ফাঁস হওয়া একটি ছবিই শাহরুখ ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ছবিতে দেখা যায়, ধূসর-সাদা স্পাইক কাট চুলে, সাদা টি-শার্ট পরা শাহরুখ খান। যদিও ছবিটি দূর থেকে তোলা হওয়ায় তার পুরো চেহারা স্পষ্ট নয়, তবুও যতটুকু দেখা গেছে, তা ভক্তদের মুগ্ধ করতে যথেষ্ট।
শুধু তাই নয়, ভক্তরা এআই ব্যবহার করে শাহরুখের বেশ কিছু কল্পিত ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেই ছবিগুলোতে তাকে দেখা যাচ্ছে স্পাইক করা সাদা চুল, চোখে চশমা ও খোঁচা খোঁচা দাড়িতে। মুহূর্তেই ভাইরাল হওয়া এসব ছবি দেখে অনেকেই মনে করছেন, এই নতুন লুকেই পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড বাদশাহ।
২০২৩ সালের পর আবার বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। তার নতুন ছবি ‘কিং’-এ তিনি প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন। ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন থ্রিলারটিতে আরও অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়েল।