
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের সিলুমপুর গ্রামের কৃষক মো. টিটো মোল্লা নিজস্ব পেঁপে বাগানে এক অভিনব পদ্ধতিতে একসঙ্গে তিন ধরনের সবজি চাষ করে সফল হয়েছেন। তিনি একই জমিতে বেগুন, বাঙ্গি ও কাঁচা মরিচ উৎপাদন করছেন—যা স্থানীয় কৃষকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
প্রথমে টিটো মোল্লা জমিতে পেঁপে চাষ শুরু করেন। এরপর ভাবতে থাকেন, একই জমিতে যদি অন্য কোনো ফসলও উৎপাদন করা যায়, তাহলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। সেই চিন্তা থেকেই তিনি পেঁপে গাছের ফাঁকে বেগুন, কাঁচা মরিচ ও বাঙ্গির চারা রোপণ করেন।
বর্তমানে তার জমিতে কাঁচা মরিচে ফলন এসেছে, বাঙ্গিতে ফুল এসেছে এবং বেগুনে ফল ধরেছে। তিন ফসলের এ সমন্বিত চাষে ভালো ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানান তিনি।
টিটো মোল্লার এ উদ্যোগ দেখে এলাকার অন্যান্য কৃষকরাও উৎসাহিত হয়েছেন। ইতোমধ্যে শামীম হোসেন, আব্দুল মজিদ, আব্বাস উদ্দিন ও আবু সাঈদসহ কয়েকজন কৃষক এ পদ্ধতিতে চাষাবাদের আগ্রহ প্রকাশ করেছেন।
কৃষক টিটো জানান, এই চাষ পদ্ধতিতে অতিরিক্ত সার বা কীটনাশক প্রয়োজন হয় না। একই সারে তিনটি ফসলের চাহিদা পূরণ করা যায়, ফলে খরচও কম হয়। তার মতে, “একই জমিতে একসঙ্গে একাধিক ফসল চাষ করা গেলে উৎপাদন বাড়বে, খরচ কমবে, আর দেশের খাদ্যচাহিদা পূরণেও সহায়ক হবে।”
স্থানীয় কৃষি কর্মকর্তারাও বলছেন, টিটো মোল্লার এ উদ্ভাবনী চাষপদ্ধতি সমন্বিত কৃষি ব্যবস্থার একটি ভালো উদাহরণ, যা ভবিষ্যতে কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply