গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে একের পর এক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। গত ৮ মাসে ইতোমধ্যে প্রায় দুই ডজন নতুন দল আত্মপ্রকাশ করেছে।
সর্বশেষ গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বে ‘জনতা পার্টি, বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।
আজ শনিবার (২৬ এপ্রিল) এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন দল—‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’। এছাড়া সামনে আরও কিছু রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে পারে বলে গুঞ্জন রয়েছে।
নতুন গঠিত দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তুলনামূলকভাবে মূলধারার রাজনীতিতে বেশি আলোচিত। গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত এই দলটির আত্মপ্রকাশ রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র ৫ মাসে ১১টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যার মধ্যে সবচেয়ে বেশি দল গঠিত হয় সেপ্টেম্বরে।
এই ধারাবাহিকতায়, গত বছরের ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঘোষণা দেওয়া হয় ‘নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিবি)’-এর আত্মপ্রকাশ। দলটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশিপ ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন এবং এস এম ডি জিদান।
নির্বাচন সামনে রেখে রাজনীতিতে এই নতুন দলগুলোর ভূমিকা কী হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ ও জল্পনা।