1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

সরকারি ৬৭ কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন, ১৩ মের মধ্যে অব্যাহতির নির্দেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সরকার দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে। শিক্ষা ক্যাডারের মোট ৬৭ জন অধ্যাপককে বদলি করে এ পদায়ন করা হয়েছে। এর মধ্যে ৬৪ জন অধ্যক্ষ এবং ৩ জন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া অধ্যাপকদের আগামী ১৩ মের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অব্যাহতি না নিলে, ওই দিন বিকেল থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন।

নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরকে তাদের পিডিএস (PDAS)-এ লগইন করে অব্যাহতি ও যোগদানের প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট