1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

‘ময়না’ দিয়ে নতুন চমক, নাচে মাতালেন বুবলী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বাংলা গানের অঙ্গনে নতুন চমক হয়ে এসেছে ‘ময়না’। গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে উরাধুরা নাচের এই গানটি। আর এতে পারফর্ম করে দর্শকদের চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

এটাই বুবলীর প্রথম একক মিউজিক ভিডিও। এর আগে তিনি সিনেমার গানে পারফর্ম করলেও একটি স্বাধীন সংগীতে এমনভাবে অংশগ্রহণ করা তার জন্য ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। ফিল্মি স্টাইলের বড় বাজেটের সেট, জমকালো আয়োজন, এবং আকর্ষণীয় কোরিওগ্রাফি—সব মিলিয়ে ‘ময়না’ গানের ভিডিওটি দর্শক-শ্রোতার নজর কাড়ছে শুরু থেকেই। বুবলীর সঙ্গে নাচে অংশ নিয়েছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল, তার সঙ্গে ছিলেন নিলয় ডি রকস্টার। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিওটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু এবং নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ।

নিজ অভিজ্ঞতা শেয়ার করে বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধুমাত্র একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন ছিল। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে মন চায়। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত ছিল। প্রকাশের পর দর্শকদের উচ্ছ্বাস আমাকে সত্যিই মুগ্ধ করছে।’

অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা ছিল বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। এতে দর্শকরা আমার নতুন এক রূপ দেখছেন। আমি বিশ্বাস করি, গানটি আরও বেশি জনপ্রিয়তা পাবে।’

গানটি সম্পর্কে শিল্পী কোনাল বলেন, ‘আসিফ ভাই সাধারণত রোমান্টিক গান লেখেন। কিন্তু ‘ময়না’ একদম ভিন্নধর্মী। এটি গাওয়ার সময়েই অনুভব করেছি—গানটি দর্শকদের নাড়া দেবে। প্রথম দিনেই যেভাবে সাড়া পাচ্ছি, তাতে মনে হচ্ছে এটি বড় হিট হতে যাচ্ছে।’

গানটির নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘এই গানে কোনো কিছুতেই ছাড় দেওয়া হয়নি। সিনেমার গান না হলেও সিনেমার মতো আয়োজনে গানটি নির্মাণ করেছি। বুবলী-জীবন ও পুরো টিম দারুণ পরিশ্রম করেছে। প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমাদের কষ্ট সার্থক মনে হচ্ছে।’

গানচিলের কর্ণধার আসিফ ইকবাল জানান, ‘বাংলা গানের নিজস্ব একটি ঘরানা রয়েছে গানচিলের। সেটাকে আধুনিক রূপে উপস্থাপন করতেই ‘বাংলা অরিজিনালস’ প্রজেক্টের শুরু। ‘ময়না’ দিয়ে নতুন যাত্রা শুরু হলো। আমরা মৌলিক গানকে আরও সমৃদ্ধ করতে চাই, সেই লক্ষ্যেই কাজ করছি।’

ইতোমধ্যে গানটি ইউটিউবে প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কমেন্টবক্সে বুবলীর নাচ, জীবনের পারফরম্যান্স, কোনালের কণ্ঠ এবং গানচিলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!