ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য মূল্য হ্রাস সংক্রান্ত নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
১৮ মে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক পরিপত্রে জানায়, গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে সরকার নতুন ট্যারিফ অনুমোদন দিয়েছে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। প্রাথমিকভাবে এই ট্যারিফ পাঁচ বছরের জন্য নির্ধারিত থাকবে।
নতুন ট্যারিফ (মাসিক):
৫ এমবিপিএস: ৫০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা
১০ এমবিপিএস: ৮০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা
২০ এমবিপিএস: ১২০০ টাকা থেকে কমিয়ে ১১০০ টাকা
নতুন নির্দেশনার গুরুত্বপূর্ণ দিকসমূহ:
১. সেবার ধারাবাহিকতা বিঘ্ন হলে বিল ছাড়:
- টানা ৫ দিন সংযোগ বিচ্ছিন্ন থাকলে বিলের ৫০% ছাড়
- ১০ দিন বিচ্ছিন্ন থাকলে ২৫% ছাড়
- ১৫ দিন বা তার বেশি বিচ্ছিন্ন থাকলে পুরো বিল মওকুফ
২. সেবার মান ও নিয়ম মানা বাধ্যতামূলক:
- সর্বনিম্ন ৫ এমবিপিএস গতি বজায় রাখা এবং ১:৮ সংযোগ রেশিও অনুসরণ বাধ্যতামূলক
- সব সরকারি ও বেসরকারি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (ISP) বিটিআরসির অনুমোদিত ট্যারিফ অনুসরণ করতে হবে এবং তা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে
৩. বিধিভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা:
- কোনো প্রতিষ্ঠান অনুমোদিত ট্যারিফের বাইরে সেবা দিলে তাদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইনে ব্যবস্থা নেওয়া হবে
বিটিআরসি জানিয়েছে, নতুন এই ট্যারিফের মাধ্যমে সরকারের লক্ষ্য হলো সাশ্রয়ী মূল্যে মানসম্মত এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করা, যাতে গ্রাহকরা হয়রানিমুক্ত সেবা উপভোগ করতে পারেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত