
“জ্ঞান আর দক্ষতায় চলে নিজেকে গড়ে তুলি, সত্যের পক্ষে ন্যায়ের হেলাল পেতে ছুটো অবিরাম, চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে”—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ইসলামী ছাত্র শিবির কলেজ শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবির মোরেলগঞ্জ পৌর শাখার সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মোর্শেদ আলম ও জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মেহেদী মিরাজ। এছাড়া বক্তব্য দেন সাবেক শিবির নেতা মো. তাজিম, কলেজ শাখার সভাপতি মাজাহারুল ইসলাম এবং সেক্রেটারি মো. রাহাতুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণ সাজানো হয় ফেস্টুন, ব্যানার ও ইসলামী সংগীত পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply